আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক ক্যাপ্টেন নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ণ
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক ক্যাপ্টেন নিহত

আজ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও আইডিএফ মুখোমুখি লড়াই করছে বলে বিভিন্ন খবরে এসেছে। এরই মধ্যে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, আজ লেবাননের ভেতরে লড়াইয়ে তাদের ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

Sharing is caring!