আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আ. লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
ইতালি আ. লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী লীগ।

রবিবার রাজধানী রোমের স্থানীয় একটি হলে হাবীব চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও কেক কাটা হয়।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করে দেশের বৈধ সরকার জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে এবং সারা দেশে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, মন্দির, মাজার, কবর সহ জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তমনা সাধারণ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু, আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তমনা নির্যাতন, হত্যা, নৈরাজ্যের মাধ্যমে মানবাধিকা লঙ্ঘন করে যাচ্ছে অবিরত। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় সংগীত আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে বর্তমান ক্ষমতাসীনরা।

এসময় বক্তব্য দেন সহ-সভাপতি হাদিউল ইসলাম হাদি, আবু তাহের, বাবু ঢালী, জুবায়ের রিপন, ইউসুফ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব মোকদুম এবং হেলাল রায়হান, রোম মহানগর সভাপতি খলিল বন্দুকসী ও সাধারণ সম্পাদক আল মামুন রফিক, মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে হানি চৌধুরী।

Sharing is caring!