সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে। প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে জারি করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত অবৈধ বরাদ্দ প্রত্যাহার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী বরাদ্দ থেকে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।
রিটে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের আবেদন জানানো হয়।
২০২২ সালে আইন ও বিধি লঙ্ঘন করে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তিকে ১০ কাঠার প্লট দেওয়া হয়। পরে রাজউকের নথিতে এটি ‘রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয়' বিষয় হিসেবে উল্লেখ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : এম এ মমিন আনসারী
উপদেষ্টা : ডাঃ মোঃ মুজিবুর রহমান
সম্পাদক : এম আব্দুল করিম
নির্বাহী সম্পাদক : মিজানুর রহমান মিজান
বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন
ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান
ঢাকা অফিস : বাড়ী-০৫ (৪র্থ তলা) রোড-০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০ ঢাকা-১২১৬
মোবাইল : 01793897231
সিলেট অফিস :বাড়ি নং : ৫ রোড নং : ২৪ ব্লক : ডি, শাহজালাল উপশহর, এসএমপি,সিলেট - ৩১০০।
মোবাইল : 01613-274702 - 01713-803976