‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।
এর ফলে আপাতত ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে না।
এর আগে গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গতকাল সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন ।
ওইদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বলেন, বিষয়টা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন আদালত।
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।
ভারপ্রাপ্ত সম্পাদক : এম এ মমিন আনসারী
উপদেষ্টা : ডাঃ মোঃ মুজিবুর রহমান
সম্পাদক : এম আব্দুল করিম
নির্বাহী সম্পাদক : মিজানুর রহমান মিজান
বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন
ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান
ঢাকা অফিস : বাড়ী-০৫ (৪র্থ তলা) রোড-০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০ ঢাকা-১২১৬
মোবাইল : 01793897231
সিলেট অফিস :বাড়ি নং : ৫ রোড নং : ২৪ ব্লক : ডি, শাহজালাল উপশহর, এসএমপি,সিলেট - ৩১০০।
মোবাইল : 01613-274702 - 01713-803976