আজ বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হাইসেন্স গ্লোবাল প্রেসিডেন্টের সাক্ষাৎ

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ণ
অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে হাইসেন্স গ্লোবাল প্রেসিডেন্টের সাক্ষাৎ

হাইসেন্সের গ্লোবাল প্রেসিডেন্ট মিস ক্যাথরিন ফ্যাং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে তার অফিসে দেখা করেছেন। সোমবার বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান কঞ্জুমার ইলেকট্রনিক্স বাজারের প্রতি হাইসেন্সের কৌশলগত প্রতিশ্রুতি এবং ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে স্থানীয়ভাবে উচ্চ মানের পণ্য উৎপাদনে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ মিস ফ্যাংকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং গ্লোবাল ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে কঞ্জুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য হাইসেন্সের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে বিশ্ববাজারে রপ্তানির সুযোগ জেনে খুশি হন। বিশেষ করে তরুণদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি বাংলাদেশে হাইসেন্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স যৌথ বিনিয়োগ পরিকল্পনার প্রশংসা করেন।

এসময় বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশকে বৈশ্বিক রপ্তানি বাজারের জন্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে হাইসেন্সের আগ্রহের বিষয়ে জানতে পেরে উচ্ছ্বসিত হন। তিনি হাইসেন্স প্রেসিডেন্টকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

মিস ক্যাথরিন ফ্যাং উভয় উপদেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে অন্যান্য বৈশ্বিক বাজারে কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির বিষয়ে হাইসেন্সের আগ্রহের কথা জানান। তিনি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে সহযোগিতার অনুরোধও করেছেন। হাইসেন্স ৬৪ টি বিদেশি অফিসের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে যাতে স্থানীয় ক্রিয়াকলাপগুলি বিভিন্ন বাজারের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। এর পদচিহ্ন ১৩০ টিরও বেশি দেশে বিস্তৃত। হাইসেন্স টিভি বিশ্বব্যাপী ২ নম্বর এবং ১০০ ইঞ্চি প্লাস টিভি বিশ্বব্যাপী ১ নম্বরে রয়েছে৷

বৈঠকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, দেশের উৎপাদন সম্ভাবনাকে তুলে ধরে বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ কনজ্যুমার ইলেকট্রনিক্স রপ্তানির জন্য তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

হাইসেন্স এবং ফেয়ার ইলেকট্রনিক্সের মধ্যে সহযোগিতা দেশের শিল্প সক্ষমতার অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত এবং বৈশ্বিক ইলেকট্রনিক্স বাজারে বাংলাদেশের পদচিহ্ন সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

সভায় আরও উপস্থিত ছিলেন ফেয়ার ইলেকট্রনিক্সের পরিচালক ও সিইও মুতাসসিম দাইয়ান এবং দক্ষিণ এশিয়ার হাইসেন্সের জিএম মি. জেসন ওয়াং।

Sharing is caring!

Please continue to proceed