বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।” তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রাখতে হবে এবং কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ মে) লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রের পেছনে হাঁটবে না। আমাদের পরিচয় একটাই — আমরা বাংলাদেশি।”
তিনি আরও বলেন, “আমরা দিল্লির আধিপত্য মানি না, পিন্ডির ছায়াতলে ফিরতে চাই না। বাংলাদেশ হবে এককভাবে স্বাধীন, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো বিদেশি শক্তি নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : এম এ মমিন আনসারী
উপদেষ্টা : ডাঃ মোঃ মুজিবুর রহমান
সম্পাদক : এম আব্দুল করিম
নির্বাহী সম্পাদক : মিজানুর রহমান মিজান
বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন
ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান
ঢাকা অফিস : বাড়ী-০৫ (৪র্থ তলা) রোড-০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০ ঢাকা-১২১৬
মোবাইল : 01793897231
সিলেট অফিস :বাড়ি নং : ৫ রোড নং : ২৪ ব্লক : ডি, শাহজালাল উপশহর, এসএমপি,সিলেট - ৩১০০।
মোবাইল : 01613-274702 - 01713-803976