বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, আগামী ১ জুন ২০২৫ থেকে বাজারে ছাড়া হবে নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট। এই নোটগুলোতে থাকছে নতুন ডিজাইন ও প্রতীক, যার মধ্যে কান্তজিউর মন্দির, জাতীয় স্মৃতিসৌধ, সংসদ ভবন ও বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মতিঝিল কার্যালয় থেকে প্রাথমিকভাবে এসব নোট ছাড়া হবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয়েও সরবরাহ করা হবে।
নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে এবং চলমান লেনদেনেও ব্যবহার করা যাবে। মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনা করে ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (non-redeemable specimen note) ছাপানো হয়েছে, যা রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, গত এপ্রিলের শুরুতে নতুন মুদ্রার ডিজাইনে বঙ্গবন্ধুর ছবি থাকায় নোট ছাড়া স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন নোট সরবরাহে ঘাটতি দেখা দেয় এবং বাজারে পুরোনো, ছেঁড়া ও ময়লা নোটের আধিক্য তৈরি হয়।
আগামী ১ জুন থেকে নতুন এই নোটগুলো বাজারে এলে চলমান মুদ্রা সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
ভারপ্রাপ্ত সম্পাদক : এম এ মমিন আনসারী
উপদেষ্টা : ডাঃ মোঃ মুজিবুর রহমান
সম্পাদক : এম আব্দুল করিম
নির্বাহী সম্পাদক : মিজানুর রহমান মিজান
বার্তা সম্পাদক : মোঃ রায়হান হোসেন
ব্যবস্থাপনা সম্পাদক : এফ এম হাসান
ঢাকা অফিস : বাড়ী-০৫ (৪র্থ তলা) রোড-০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০ ঢাকা-১২১৬
মোবাইল : 01793897231
সিলেট অফিস :বাড়ি নং : ৫ রোড নং : ২৪ ব্লক : ডি, শাহজালাল উপশহর, এসএমপি,সিলেট - ৩১০০।
মোবাইল : 01613-274702 - 01713-803976