আজ বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর জেলা আ.লীগের নেতা চন্দন কুমার পাল রিমান্ডে

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০২:৫৭ অপরাহ্ণ
শেরপুর জেলা আ.লীগের নেতা চন্দন কুমার পাল রিমান্ডে

হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার একদিনের রিমান্ড এবং আরও দুটি মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

Sharing is caring!