আজ রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে তেজিভাব বিশ্ব শেয়ারবাজারে

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০৪:৩০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে তেজিভাব বিশ্ব শেয়ারবাজারে

ভোটগ্রহণ শেষে গণনা চলছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্প-কমলা হ্যারিসদের এই ভোটের লড়াইয়ের প্রভাবে তেজিভাব বিশ্ব শেয়ারবাজারে।

বুধবার সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

অন্যদিকে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে।

এখবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কিনা তা অনিশ্চিত। কেননা সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে।

Sharing is caring!