আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীসহ সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৩:২৩ অপরাহ্ণ
স্ত্রীসহ সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে আদালত বরাবর পৃথক পৃথক ওই আবেদন পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য নিয়ে অনুসন্ধান শুরুর পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

Sharing is caring!