আজ বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  হিন্দু শাখার কমিটি গঠন

রংপুরের পীরগাছায় সদর ইউনিয়ন শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায় এবং সহ-সম্পাদক পদে কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ। অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ।

এর আগে হিন্দু সম্প্রদায় নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

Sharing is caring!