আজ শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ টিভির এমডি আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৩:০৮ অপরাহ্ণ
দেশ টিভির এমডি আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন

সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রাজধানীর বিমানবন্দর থানার এ মামলায় রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ এ রিমান্ড আবেদন করেছেন।

রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে শনিবার রাতে বিদেশ গমনকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

Sharing is caring!